রূপকল্প (Vision)
কুমিল্লা জেলার সকল শিশুর জন্য সমতাভিত্তিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা।
অভিলক্ষ্য (Mission)
প্রাথমিক শিক্ষার সুযোগ সম্প্রসারণ ও গুণগতমান উন্নয়নের মাধ্যমে কুমিল্লা জেলার সকল শিশুর জন্য সমতাভিত্তিক ও মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ।
কৌশলগত উদ্দেশ্য (Strategic Objectives):
সুপারিনটেনডেন্ট এর কার্যালয় কুমিল্লা পিটিআই এর কৌশলগত উদ্দেশ্যসমূহ:
১) সার্বজনীন ও বৈষম্যহীন প্রাথমিক শিক্ষা সস্প্রসারণ;
২) মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতকরণ;
৩) প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনার উন্নয়ন (বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা)।
আবশ্যিক কৌশলগত উদ্দেশ্যসমূহ
১) দাপ্তরিক কর্মকান্ডে স্বচ্ছতা বৃদ্ধি ও জবাবদিহিতা নিশ্চিতকরণ;
২) কর্ম-সম্পাদনে গতিশীলতা আনয়ন ও সেবার মান বৃদ্ধি;
৩) আর্থিক ও সম্পদ ব্যবস্থাপনার উন্নয়ন ;
কার্যাবলি (Functions):
১. প্রাথমিক শিক্ষা সংক্রান্ত পরিপত্র ও নীতিমালা বাস্তবায়ন;
২. প্রাথমিক শিক্ষাস্তরের শিক্ষাক্রম পরিমার্জনে সহায়তাকরণ;
৩. প্রাথমিক শিক্ষাসংক্রান্ত গবেষণা ও প্রশিক্ষণ কার্যক্রমে নেতৃত্ব প্রদান;
৪. বিদ্যালয় পর্যায়ে উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন নিশ্চিতকরণ;
৫. কাঙ্খিত শিখনফল অর্জন।
৬. যথাযথ মনিটরিং;
৭। প্রাথমিক শিক্ষার শিক্ষক হতে ইচ্ছুক এরকম ব্যক্তিদের জন্য প্রি-সার্ভিস প্রশিক্ষণের ব্যবস্থা করা।
৮। প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক যারা প্রশিক্ষণ বিহীন তাদের জন্য ইন-সার্ভিস প্রশিক্ষণের ব্যবস্থা করা।
৯। প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষকদের জন্য স্বল্প মেয়াদী বিভিন্ন প্রশিক্ষণের ব্যবস্থা করা।
১০। প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য বিভিন্ন ধরণের গবেষণা ও স্টাডি পরিচালনা করা।
১১। প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণের অংশ হিসেবে শিক্ষণ-শিখন পদ্ধতির উন্নয়ন ও আধুনিকায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
১২। প্রশিক্ষণ বিহীন প্রাথমিক শিক্ষক-শিক্ষিকাদের জন্য চাকুরীকালীন পরিমার্জিত ডিপিএড (প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য মৌলিক প্রশিক্ষণ-BTPT) প্রশিক্ষণের ব্যবস্থা করা ।
১৩। PTI ও URC কর্মকর্তাদের নিয়মিত বিদ্যালয় পরিদর্শন ও প্রয়োজনীয় Feedback প্রদান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস